
শিলিগুড়ি, ১৫ জুলাইঃ উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে ফের এক মর্মান্তিক ও অমানবিক চিত্র সামনে এলো। সকালে হাসপাতালের একটি করিডরে পড়ে থাকা এক অজ্ঞাত পরিচয় ব্যক্তির মৃতদেহে ছিঁড়ে খাওয়ার মতো চিত্রে চাঞ্চল্য ছড়াল গোটা এলাকায়। অভিযোগ, সেখানেই ঘোরাফেরা করছিল একদল কুকুর, যারা মৃতদেহের বিভিন্ন অংশ ছিঁড়ে খায়। ঘটনাস্থলে ছড়িয়ে ছিল রক্ত এবং দেহের ক্ষতবিক্ষত অংশ।
ঘটনার পরপরই হাসপাতালের সাফাই কর্মীরা মৃতদেহ দেখতে পান এবং তাৎক্ষণিকভাবে বিষয়টি কর্তৃপক্ষকে জানান। পরে পুলিশ ঘটনাস্থলে এসে মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়। এত বড় একটি মেডিকেল কলেজ ও হাসপাতালের করিডরে কীভাবে একটি দেহ দীর্ঘ সময় পড়ে থাকল? মৃত ওই ব্যক্তির পরিচয় এখনও পর্যন্ত জানা যায়নি।
এদিকে, চিকিৎসা প্রতিষ্ঠান চত্বরে কুকুরের অবাধ বিচরণ নিয়েও উদ্বেগ প্রকাশ করেছেন অনেকে। রোগী ও পরিজনদের নিরাপত্তা নিয়েও উঠছে প্রশ্ন।
ঘটনার তদন্তে নেমেছে উত্তরবঙ্গ মেডিকেল আউটপোস্ট থানার পুলিশ। মৃত ব্যক্তির পরিচয় জানার পাশাপাশি, হাসপাতালের গাফিলতির দিকটিও খতিয়ে দেখা হচ্ছে বলে সূত্রের খবর।