
কুমারগঞ্জ, দক্ষিণ দিনাজপুর: একই ভবনে অবস্থিত গোপালগঞ্জ পোস্ট অফিস ও একটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কে চুরির চেষ্টাকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়াল দক্ষিণ দিনাজপুরের কুমারগঞ্জের গোপালগঞ্জ এলাকায়।
জানা গিয়েছে, মঙ্গলবার সকালে অফিস খোলার সময় পোস্ট অফিস এবং ব্যাঙ্কের কর্মীরা এসে দেখেন জানালা ও গ্রিল ভাঙা অবস্থায় রয়েছে। পোস্ট অফিসের ভেতরে কিছু নথিপত্র লণ্ডভণ্ড করে রাখা হয়েছে। তবে পোস্ট অফিসের ভল্ট থেকে কোনো অর্থ চুরি করতে পারেনি দুষ্কৃতীরা।
ব্যাঙ্ক কর্তৃপক্ষ জানিয়েছে, আপাতত আর্থিক ক্ষতির কোনও তথ্য না মিললেও তারা সম্পূর্ণ বিষয়টি খতিয়ে দেখছেন।
গোপালগঞ্জ পোস্ট অফিসের কর্মী পরিমল চ্যাটার্জি বলেন,
“কিছু নথি ও সামগ্রী নষ্ট হয়েছে, তবে ভল্টের টাকা সুরক্ষিত রয়েছে।”
ব্যাঙ্কের শাখা ব্যবস্থাপক অরিন্দম কুন্ডু বলেন,
“প্রাথমিকভাবে বড় কোনও ক্ষতির চিহ্ন দেখা যায়নি, তবে সম্পূর্ণ তদন্তের পরই নিশ্চিতভাবে কিছু বলা সম্ভব হবে।”
ঘটনার খবর পেয়ে কুমারগঞ্জ থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে। কে বা কারা এই চুরির চেষ্টা চালিয়েছে তা জানতে ইতিমধ্যেই স্থানীয় সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা শুরু হয়েছে।