
শিলিগুড়ি, ১৭ জুলাই:আর মাত্র কয়েক সপ্তাহের অপেক্ষা। শহরজুড়ে শুরু হয়ে গেছে দুর্গোৎসবের প্রস্তুতি। ইতিমধ্যেই শিলিগুড়ির বিভিন্ন ক্লাবে খুঁটিপুজোর মাধ্যমে সূচনা হয়েছে পুজোর আনুষ্ঠানিকতার। আজ চম্পাসারির ৪৬ নম্বর ওয়ার্ডের বিপ্লবী গণেশ ঘোষ কলোনী দুর্গাপূজা কমিটি তাদের ৪২তম বর্ষে পদার্পণের খুঁটিপুজো সম্পন্ন করল।
এই বছর কমিটির পুজো থিম হতে চলেছে “মায়াপুরের ইস্কন মন্দির”, যা নিয়ে ইতিমধ্যেই স্থানীয়দের মধ্যে উৎসাহ তুঙ্গে। থিম অনুযায়ী মণ্ডপ নির্মাণ হবে ধর্মীয় আভিজাত্য, স্থাপত্য ও আলোকসজ্জার মিশেলে — যা দর্শনার্থীদের এক অনন্য অভিজ্ঞতা দেবে বলে আশা প্রকাশ করেছেন ক্লাব কর্তৃপক্ষ।
খুঁটিপুজোর দিন ক্লাবের সদস্যদের পাশাপাশি এলাকার বহু বাসিন্দা উপস্থিত ছিলেন।
পুজো কমিটির এক সদস্য বলেন,
“এবছর আমাদের লক্ষ্য পরিবেশবান্ধব এবং সংস্কৃতিবান পুজো আয়োজন করা। শারদোৎসব হোক ভক্তি, ঐতিহ্য ও আনন্দের সম্মিলন।”