
শিলিগুড়ি, বৃহস্পতিবার: শহরের বিভিন্ন এলাকায় হানা দিল রাজ্য স্বাস্থ্য দপ্তর। ব্যাঙের ছাতার মতো গজিয়ে ওঠা লাইসেন্সবিহীন বেআইনি ক্লিনিক চিহ্নিত করতে অভিযান চালানো হয় পাকুরতলা মোড় থেকে শুরু করে সেবক রোড, চম্পাসারি, প্রধাননগর, মেডিকেল মোড় সহ একাধিক এলাকায়।
স্বাস্থ্য দপ্তর সূত্রে খবর, যেসব ক্লিনিক বৈধ লাইসেন্স ও অনুমোদিত নথিপত্র দেখাতে পারেনি, তাদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া হয়েছে। সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলিকে নোটিশ ধরানো হয়েছে।
এক মাসের মধ্যে সমস্ত বৈধ নথি জমা না দিলে ক্লিনিকগুলি সিল করে দেওয়া হবে, এমনটাই জানিয়ে দিয়েছেন দার্জিলিং জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক।
দীর্ঘদিন ধরে শহরে বেআইনি ক্লিনিক চালানোর বিরুদ্ধে একাধিক অভিযোগ জমা পড়ছিল। সেই অভিযোগের ভিত্তিতেই জেলা স্বাস্থ্য দপ্তরের নির্দেশে শুরু হয় এই বিশেষ অভিযান।
স্বাস্থ্য দপ্তরের এক আধিকারিক জানান, “শিলিগুড়ি শহরে অনুমোদন ছাড়াই বহু চিকিৎসা প্রতিষ্ঠান চলছে, যা সাধারণ মানুষের জন্য বিপজ্জনক। এই অভিযান অব্যাহত থাকবে।”