
কোচবিহার, শীতলকুচি: সম্প্রতি দেশের বিভিন্ন রাজ্যে বাংলাদেশের নাগরিকদের বেআইনি অনুপ্রবেশ রুখতে কেন্দ্রীয় সরকারের উদ্যোগে শুরু হয়েছে কড়া ধরপাকড়। দিল্লি, গুজরাট, পুনে, মহারাষ্ট্র এবং হরিয়ানার বিভিন্ন জেলায় এই অভিযান চলছে জোর কদমে। কিন্তু এর জেরে হয়রানির শিকার হচ্ছেন ভারতীয় পরিযায়ী শ্রমিকরাও, এমনটাই অভিযোগ উঠল কোচবিহারের শীতলকুচির বাসিন্দাদের তরফে।
হরিয়ানায় কাজ করতে যাওয়া কোচবিহারের বেশ কিছু পরিযায়ী শ্রমিককে স্থানীয় পুলিশ মিথ্যা সন্দেহে জেরা ও হয়রানি করছে বলে দাবি করা হয়েছে।
এই প্রসঙ্গে তৃণমূল মুখপাত্র ও উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার চেয়ারম্যান পার্থ প্রতিম রায় এক সাংবাদিক সম্মেলনে কেন্দ্র সরকারের ভূমিকার কড়া সমালোচনা করেন।
তিনি বলেন,
“বাংলাদেশি অনুপ্রবেশ ঠেকানোর নামে যারা প্রকৃত ভারতীয় নাগরিক, কাজের খোঁজে বাইরে গিয়েছেন, তাঁদের বিনা দোষে পুলিশি হয়রানির শিকার হতে হচ্ছে। এটা কোনোভাবেই মেনে নেওয়া যায় না।”
পার্থবাবু জানান, বিষয়টি রাজ্য সরকারের তরফে নজরে আনা হবে এবং প্রয়োজন হলে আইনি সহায়তার ব্যবস্থাও করা হবে।