
বালুরঘাট, দক্ষিণ দিনাজপুর:বিএ ফার্স্ট সেমিস্টারে ব্যাক পাওয়া অন্তত ৫০ জন ছাত্রী সাইবার প্রতারণার শিকার হয়েছেন বালুরঘাট মহিলা মহাবিদ্যালয়ে। অভিযোগ, এক প্রতারক নিজেকে কলেজের কর্মী পরিচয় দিয়ে ফোন করে দ্রুত রিভিউ করিয়ে পাশ করানোর নাম করে ছাত্রীদের কাছ থেকে টাকা আদায় করে।
সূত্রের খবর, ১১ জুন রেজাল্ট প্রকাশের পর রিভিউয়ের শেষ তারিখ ছিল ২৬ জুন। কিন্তু অভিযুক্ত ব্যক্তি ১৫ জুলাই পর্যন্ত সময় আছে বলে ভুয়ো তথ্য দিয়ে ছাত্রীদের ভয় দেখিয়ে একাধিকবার ফোন করে এবং অনলাইনে টাকা পাঠাতে বলে।
বৃহস্পতিবার বিষয়টি সামনে আসতেই কলেজে ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। কলেজ কর্তৃপক্ষ দ্রুত হোয়াটসঅ্যাপ গ্রুপে ছাত্রীদের সতর্ক করে এবং সাইবার থানায় অভিযোগ দায়ের করতে বলে। ইতিমধ্যেই বেশ কয়েকজন ছাত্রী লিখিত অভিযোগ করেছেন।
তবে প্রশ্ন উঠছে—ছাত্রীদের ফলাফল সংক্রান্ত স্পর্শকাতর তথ্য প্রতারকের হাতে কীভাবে গেল?
কলেজ অধ্যক্ষ বিমান চক্রবর্তী জানিয়েছেন,
“কলেজ থেকে কোনো তথ্য বাইরে যায়নি। কীভাবে এসব তথ্য ফাঁস হল, তা নিয়ে আমরা অত্যন্ত চিন্তিত।”
বালুরঘাট সাইবার ক্রাইম থানার পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে এবং দোষীদের শনাক্ত করতে প্রযুক্তিগত বিশ্লেষণ শুরু হয়েছে।