
কোচবিহার, ১৮ জুলাই: বাড়িতে ঢুকে এক ব্যক্তিকে লক্ষ্য করে গুলি চালানোর ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়াল কোচবিহারের সিতাইয়ের দক্ষিণ বালাপুকুরি এলাকায়। গুলিবিদ্ধ ওই ব্যক্তির নাম রফিক মিয়া। তাঁকে আশঙ্কাজনক অবস্থায় কোচবিহারের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, জমি সংক্রান্ত বিবাদ থেকে এই হামলার সূত্রপাত। অভিযোগ, রফিক মিয়ার বাড়িতে ঢুকে একাধিক দুষ্কৃতী তিন রাউন্ড গুলি চালায়। তার মধ্যে অন্তত একটি গুলি রফিকের শরীরে লাগে বলে জানা গিয়েছে।
ঘটনার পর এলাকায় তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়ে। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে। কে বা কারা এই হামলার সঙ্গে জড়িত, তা জানতে ইতিমধ্যেই জিজ্ঞাসাবাদ শুরু করেছে তদন্তকারীরা।
স্থানীয়দের একাংশের দাবি, আগেও জমি নিয়ে রফিক মিয়ার সঙ্গে প্রতিবেশীদের বিরোধ ছিল। সেই দ্বন্দ্বই এদিনের প্রাণঘাতী হামলার রূপ নেয় কিনা, তা খতিয়ে দেখছে পুলিশ।