
শিলিগুড়ি, ১৮ জুলাই: শিলিগুড়ি পুরনিগমের ১৮ নম্বর ওয়ার্ডের হকার্স কর্নার এলাকায় হাইড্রেনের উপর নির্মিত একটি অবৈধ ঘর বৃহস্পতিবার সকালে ভেঙে দিল পুর প্রশাসন। ঘটনাস্থলে পৌঁছে পুরনিগমের দল পুলিশবাহিনীর সহায়তায় ভাঙচুর চালায়। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে প্রতিবাদ করতে আসা এক ব্যক্তিকে আটক করে শিলিগুড়ি থানার পুলিশ।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ঘরটি দীর্ঘদিন ধরেই হাইড্রেনের উপর নির্মিত হচ্ছিল। অভিযোগ, নির্মাণ চলাকালীন স্থানীয় কাউন্সিলরকে বিষয়টি জানানো হলেও কোনও ব্যবস্থা নেওয়া হয়নি। এমনকি কাউন্সিলরের প্রতিনিধি বলে পরিচয় দেওয়া কয়েকজন ব্যক্তি মোটা অঙ্কের টাকা নিয়েছেন বলেও অভিযোগ উঠেছে।
এদিন সকালেই পুরনিগমের বিশেষ দপ্তর ও পুলিশের যৌথ অভিযানে হাইড্রেনের উপর নির্মিত ঘরটি গুঁড়িয়ে দেওয়া হয়। ঘটনার জেরে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। স্থানীয়দের অভিযোগ, ভাঙচুরের আগে কোনও নোটিশ দেওয়া হয়নি। অনেকেই ক্ষোভ প্রকাশ করেন এই আচমকা পদক্ষেপে।
পুরনিগমের এক আধিকারিক জানান,
“হাইড্রেনের ওপর নির্মাণ হওয়ায় নিকাশি ব্যবস্থা বারবার সমস্যায় পড়ছিল। এলাকাবাসীর স্বার্থেই এই পদক্ষেপ।”
তবে স্থানীয়দের দাবি, ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত হোক। একইসঙ্গে কাউন্সিলরের ভূমিকা নিয়ে উঠছে প্রশ্ন — কীভাবে দিনের পর দিন এই নির্মাণ চলল প্রশাসনের চোখের সামনে?