
কুমারগঞ্জ, দক্ষিণ দিনাজপুর: দু’দিন আগেই পোস্ট অফিস ও রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কে চুরির চেষ্টার ঘটনায় উত্তাল হয়েছিল কুমারগঞ্জ। সেই রেশ কাটতে না কাটতেই ফের নতুন করে চুরির ঘটনা সামনে এল। শুক্রবার গভীর রাতে গোপালগঞ্জ এলাকার দুটি মোটর বাইকের শোরুমে চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়াল এলাকায়।
শনিবার সকালে শোরুম খোলার পরই বিষয়টি নজরে আসে। শোরুমের মালিক সাগর কুমার সরকার জানান,
“চোরেরা দোতলার টিনের দরজা কেটে ভেতরে ঢোকে। এরপর একের পর এক আলমারি, ডেস্ক ভেঙে তছনছ করে। তিনটি মোবাইল, নগদ টাকা, একটি ট্যাব ও আরও কিছু সামগ্রী খোয়া গিয়েছে।”
ঘটনার পরই খবর দেওয়া হয় কুমারগঞ্জ থানায়। ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ বাহিনী। এলাকা ঘুরে দেখে প্রাথমিক তদন্ত শুরু করেছে তারা। শোরুম কর্তৃপক্ষ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
তবে এলাকায় পরপর চুরির ঘটনায় নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলেছেন স্থানীয় বাসিন্দারা। পুলিশের দাবি, ঘটনার তদন্ত শুরু হয়েছে এবং চোরদের চিহ্নিত করতে সম্ভাব্য সমস্ত তথ্য খতিয়ে দেখা হচ্ছে।