
শিলিগুড়ি, ২৩ জুলাই: শহরের অন্যতম ব্যস্ত এলাকা সেবক রোডে অবস্থিত এক নামী মলে মঙ্গলবার অভিযান চালাল শিলিগুড়ি পুরনিগম। অভিযোগ, মলের একটি অংশ অনুমতি ছাড়াই নির্মাণ করা হয়েছে। সেই অভিযোগের ভিত্তিতেই এদিন পুর প্রশাসনের তরফে অবৈধ নির্মাণ চিহ্নিত করে তা ভেঙে ফেলা হয়।
পুরনিগম সূত্রে খবর, আনন্দ কুমার বানসাল নামে এক ব্যক্তি ওই মলের বিরুদ্ধে লিখিত অভিযোগ জানান, যেখানে উল্লেখ করা হয়, মল কর্তৃপক্ষ অনুমতি না নিয়েই সম্প্রসারণমূলক নির্মাণ করেছে। অভিযোগের ভিত্তিতে পুর প্রশাসন মলের সমস্ত নথিপত্র খতিয়ে দেখে মালিকপক্ষকে আইনি নোটিস পাঠায়। কিন্তু নির্ধারিত সময়সীমার মধ্যেও কোনও উত্তর বা পদক্ষেপ না নেওয়ায় মঙ্গলবার অভিযান চালানো হয়।
অভিযানকালে উপস্থিত ছিলেন শিলিগুড়ি পুরনিগমের সংশ্লিষ্ট দপ্তরের আধিকারিকরা এবং ভক্তিনগর থানার পুলিশ। পুরকর্মীরা পুলিশের উপস্থিতিতে মলের অবৈধ নির্মাণ ভেঙে দেন।
এই ঘটনাকে ঘিরে এলাকায় সাময়িক উত্তেজনা তৈরি হলেও, পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণে আসে। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, শহরের মধ্যে কোথাও অনুমতিবিহীন নির্মাণ বরদাস্ত করা হবে না। এই ধরনের কাজের বিরুদ্ধে ভবিষ্যতেও কঠোর ব্যবস্থা নেওয়া হবে।