
শিলিগুড়ি, ২২ জুলাই: শহরের আইন-শৃঙ্খলা ও ট্রাফিক নিয়ন্ত্রণে আরও একধাপ এগোল শিলিগুড়ি ট্রাফিক পুলিশ। শহরের বিভিন্ন প্রান্তে দীর্ঘদিন ধরে থাকা পুরনো ও মরচে পড়া ট্রাফিক সাইনবোর্ডগুলো নতুন করে প্রতিস্থাপন করা হলো।
নতুন সাইনবোর্ডগুলিতে “সেফ ড্রাইভ, সেভ লাইফ“, “হেলমেট পরুন, নিরাপদ থাকুন” সহ নানা সচেতনতামূলক বার্তা তুলে ধরা হয়েছে, যাতে পথচারী ও যানচালকরা সচেতন হয়ে চলাফেরা করেন এবং দুর্ঘটনা এড়ানো যায়।
ট্রাফিক পুলিশের এক আধিকারিক জানিয়েছেন—
“সচেতনতার পাশাপাশি পথ নিরাপত্তা বজায় রাখতে এই বোর্ডগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। অনেক বোর্ড পুরনো ও ক্ষতিগ্রস্ত ছিল। তাই সেগুলো প্রতিস্থাপন করা হয়েছে যাতে মানুষ ভালোভাবে দেখে বুঝতে পারেন।”
এই উদ্যোগে যেমন নিরাপদ শহর গড়ার বার্তা জোরালোভাবে পৌঁছে দেওয়া হচ্ছে, তেমনই আইনশৃঙ্খলা বজায় রাখতে প্রশাসনের সক্রিয় ভূমিকা আবারও প্রমাণিত হলো।