
কোচবিহার, ২২ জুলাই: স্কুলচত্বরে বেআইনি নেশাজাত দ্রব্য বিক্রির বিরুদ্ধে কড়া অবস্থান নিল কোচবিহার জেলা প্রশাসন। জেলা পুলিশ ও প্রশাসনের যৌথ অভিযানে একাধিক স্কুলের সামনে থাকা দোকানে চালানো হল তল্লাশি। বেশ কিছু দোকান থেকে বাজেয়াপ্ত করা হয়েছে সিগারেট, গুটখা, তামাক সহ বিভিন্ন নেশাদ্রব্য।
স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরেই অভিযোগ উঠছিল—স্কুলের সামনে দোকানে প্রকাশ্যে বিক্রি হচ্ছে নেশাজাত দ্রব্য, যার জেরে প্রভাব পড়ছে স্কুলপড়ুয়াদের ওপর। সেই অভিযোগের ভিত্তিতেই একসঙ্গে নামেন প্রশাসনের আধিকারিক ও পুলিশ বাহিনী।
অভিযান চলাকালীন কিছু দোকানদারকে কড়া সতর্কতা দেওয়া হয়েছে। অপরদিকে, যাঁদের বিরুদ্ধে নির্দিষ্ট অভিযোগ মিলেছে, তাঁদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথাও জানিয়েছে প্রশাসন।
এক আধিকারিক বলেন,
“শিক্ষাঙ্গন পবিত্র স্থান। সেখানে যদি নেশার প্রভাব ছড়ায়, তাহলে আগামী প্রজন্ম ধ্বংসের মুখে পড়বে। আমরা কোনওভাবেই এই ধরনের বেআইনি কাজ বরদাস্ত করব না।”
প্রশাসনের তরফে স্পষ্ট বার্তা—এই অভিযান চলমান থাকবে। ভবিষ্যতে আরও কড়া পদক্ষেপের ইঙ্গিত দিয়েছে জেলা প্রশাসন।