
ইসলামপুর, ২২ জুলাই: প্রাক্তন সারা ভারত বিভাগীয় বীমা কর্মচারী সমিতির সহ-সভাপতি বিশ্বনাথ সান্যালের স্মরণে সোমবার ইসলামপুরে একটি রক্তদান শিবিরের আয়োজন করা হয়। এই শিবিরের আয়োজন করে বিভাগীয় বীমা কর্মচারী ইসলামপুর বেশ এবং সারা ভারত বিভাগীয় বীমা কর্মচারী সমিতি (AIIEA)।
সমিতির পক্ষ থেকে জানানো হয়েছে, তারা সারা বছর ধরেই বিভিন্ন সমাজসেবামূলক কর্মসূচির সঙ্গে যুক্ত। রক্তদান শিবিরও সেই ধারাবাহিকতারই একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ।
কর্মী শান্ত সেনগুপ্ত বলেন, “আমরা প্রতিবছরই এই শিবির আয়োজনের চেষ্টা করব। রক্তের সঙ্কট মেটাতে এবং সমাজের উপকারে এই ধরনের উদ্যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ।”
সমিতির আরেক সদস্য অনিল কুমার দাস জানান, সংগঠনের ৭৫তম বর্ষ উদযাপন উপলক্ষে, AIIEA ও DIA জলপাইগুড়ির উদ্যোগে এই রক্তদান শিবিরের আয়োজন করা হয়। তিনি বলেন, “এই শিবির থেকে আমরা প্রায় ৩০ ইউনিট রক্ত ব্লাড ব্যাঙ্কে দিতে পারব বলে আশা করছি।”
এই শিবিরে ইসলামপুরের বহু সাধারণ মানুষও স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন। রক্তদানের এই প্রয়াসকে ঘিরে এলাকায় ইতিবাচক বার্তা ছড়িয়েছে।