
চাকুলিয়া, উত্তর দিনাজপুর: উত্তর দিনাজপুর জেলার গোয়ালপোখর ২ নম্বর ব্লকের ছোটো হাসান এলাকায় মিলল দুই বাংলাদেশি নাগরিকের নাম ভারতের ভোটার তালিকায়! ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে রাজনৈতিক ও প্রশাসনিক মহলে।
জানা গিয়েছে, বাংলাদেশি নাগরিক কৃষ্ণ কান্ত বাইন ও শিল্পী মন্ডলের নাম ভারতের ভোটার তালিকায় অন্তর্ভুক্ত রয়েছে। অথচ তাঁদের আত্মীয়দের দাবি—দুই জনই বর্তমানে বাংলাদেশেই বসবাস করেন এবং দীর্ঘদিন ধরে ভারতে আসেননি।
এই ঘটনায় নতুন মাত্রা যোগ করে ফরেনার্স রিজিওনাল রেজিস্ট্রেশন অফিস (FRRO)-এর তরফে জারি হওয়া একটি চিঠি, যা চলতি বছরের ১৭ জুলাই প্রকাশ্যে আসে। সেই চিঠিতে উল্লেখ রয়েছে, কৃষ্ণ কান্ত বাইন ও শিল্পী মন্ডল নামে দুই বাংলাদেশি নাগরিক উত্তর দিনাজপুরের ছোটো হাসান এলাকার স্থায়ী বাসিন্দা বলে নথিভুক্ত হয়েছেন এবং তাঁদের নাম ভোটার তালিকাতেও রয়েছে।
এই তথ্য সামনে আসতেই প্রশাসনিক তৎপরতা শুরু হয়েছে। যদিও তাঁদের আত্মীয়ের দাবি, “ওরা বাংলাদেশেই থাকে। কীভাবে ডকুমেন্ট তৈরি হয়েছে, জানি না।”
বর্তমানে গোটা বিষয়টি নিয়ে তদন্ত শুরু করেছে প্রশাসন। এভাবে বিদেশি নাগরিকের নাম কীভাবে ভারতের ভোটার তালিকায় যুক্ত হল, তা নিয়ে প্রশ্ন উঠছে নির্বাচন কমিশনের ভূমিকা নিয়েও।