
ভরতপুর, মুর্শিদাবাদ: রক্তাক্ত রাজনৈতিক হিংসায় ফের উত্তপ্ত মুর্শিদাবাদ। বুধবার রাতে ভরতপুর থানার সিহালা গ্রামে খুন হলেন তৃণমূল কংগ্রেসের এক সক্রিয় কর্মী। মৃতের নাম ষষ্ঠী ঘোষ (৫৫)।
জানা গিয়েছে, রাত সাড়ে দশটা নাগাদ ভরতপুর থানা এলাকার ময়ূরাক্ষী নদীর বাঁধ লাগোয়া সুনিয়া গ্রামের কাছে হেঁটে বাড়ি ফিরছিলেন ষষ্ঠীবাবু। সেই সময় একদল দুষ্কৃতী তাঁর উপর হামলা চালায় এবং ধারালো অস্ত্র দিয়ে নৃশংসভাবে কুপিয়ে খুন করে বলে অভিযোগ।
ঘটনার খবর পেয়েই এলাকায় ছুটে আসে ভরতপুর থানার পুলিশ। তাঁকে উদ্ধার করে কান্দি মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
পুলিশ সূত্রে জানানো হয়েছে, ঘটনার তদন্ত শুরু হয়েছে। প্রাথমিকভাবে এটি একটি পরিকল্পিত খুন বলেই সন্দেহ। তবে মৃত্যুর সঠিক কারণ ও কারা এই ঘটনার পিছনে রয়েছে, তা স্পষ্ট নয়। ঘটনার পর থেকেই এলাকায় চাপা উত্তেজনা ছড়িয়ে পড়ে।
স্থানীয়দের একাংশের দাবি, রাজনৈতিক কারণে ষষ্ঠী ঘোষকে খুন করা হয়ে থাকতে পারে। ঘটনার পেছনে কারা রয়েছে, তা খতিয়ে দেখছে পুলিশ।