
ইসলামপুর, উত্তর দিনাজপুর | প্রতিনিধি: রাজা খান
উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর থানার জগতাগাঁও এলাকায় বৃহস্পতিবার সকালে এক মর্মান্তিক দুর্ঘটনায় মৃত্যু হল ষষ্ঠ শ্রেণির এক ছাত্রী তুলিকা সিংহের।
প্রত্যক্ষদর্শীদের সূত্রে জানা গিয়েছে, টিউশন থেকে বাড়ি ফেরার পথে একটি বেপরোয়া ডাম্পার ধাক্কা মারে তুলিকাকে। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
ঘটনার পর এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে। ক্ষিপ্ত জনতা ডাম্পারের চালককে ধরে মারধর করে বলে জানা গিয়েছে। ওই চালক গুরুতর জখম হন এবং তাঁকে উদ্ধার করে ভর্তি করা হয়েছে ইসলামপুর মহকুমা হাসপাতালে।
ঘটনাস্থলে দ্রুত পৌঁছায় ইসলামপুর থানার পাটাগোড়া ফাঁড়ির পুলিশ। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং তুলিকার মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ইসলামপুর মহকুমা হাসপাতালে পাঠানো হয়।
এ ঘটনায় গোটা এলাকাজুড়ে শোকের ছায়া। পরিবারে নেমে এসেছে চরম কান্নার রোল। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে, চালকের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানা গিয়েছে।