
শিলিগুড়ি, ২২ জুলাই: নগরায়নের সঙ্গে সঙ্গে যেমন সবুজায়ন কমে গিয়েছে ঠিক তেমনি এসে জড়ো হয়েছে বিভিন্ন সমস্যা। শহরগুলির সব থেকে বড় সমস্যা হল যানজট, আবর্জনা, নিকাশি নালার সমস্যা। শহর শিলিগুড়ির বিভিন্ন এলাকায় যত্রতত্র নোংরা আবর্জনার স্তূপ লক্ষ্য করা যায়। বাড়ির পাশের ফাঁকা জায়গা কিংবা রাস্তার ওপরেও থাকে আবর্জনার স্তূপ। সেই ময়লার স্তূপ থেকে বেরোয় দুর্গন্ধ, সেখানে বাসা বাঁধে বিভিন্ন পোকামাকড় থেকে শুরু করে মশা, মাছি। বর্তমানে বর্ষাকাল হওয়ায় মশার উপদ্রব সব থেকে বেশি। তার মধ্যে নোংরা আবর্জনার স্তূপ যদি পড়ে থাকে তাহলে মশার উৎপাত আরও বেশি হয়।

মূলত বর্ষাকালে শহর শিলিগুড়ি কয়েক বছর ধরে ডেঙ্গির আক্রমণে ভুগছে। কাজেই প্রশাসনের উচিত যেখানে সেখানে যাতে নোংরা আবর্জনার স্তূপ পড়ে না থাকে সেদিকে দৃষ্টি দেওয়া। ময়লার স্তূপ থেকে বেরোনো দুর্গন্ধে অনেকেই শারীরিক অসুস্থতায় ভোগেন। আর রাস্তার ওপর অথবা ফাঁকা জায়গায় আবর্জনার স্তূপ থাকলে তা দৃষ্টিকটুও বটে।
