
কোচবিহার, ২৫ জুলাই: দিনহাটা ২ নম্বর ব্লকের সাহেবগঞ্জ বিডিও অফিসের পেছনের দীর্ঘদিনের বেহাল রাস্তা সংস্কারের দাবিতে শুক্রবার সকালে পথ অবরোধে সামিল হলেন এলাকার বাসিন্দারা। সকাল ১১টা নাগাদ শুরু হওয়া এই বিক্ষোভে এলাকার বহু মানুষ অংশ নেন।
স্থানীয়দের অভিযোগ, বহুদিন ধরে রাস্তাটি অত্যন্ত খারাপ অবস্থায় রয়েছে। বারবার পঞ্চায়েতে অভিযোগ জানানো হলেও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। রাস্তাটি এতটাই বেহাল যে, গর্ভবতী মহিলাদের হাসপাতালে পৌঁছানো মুশকিল হয়ে পড়ে। এমনকি ছাত্র-ছাত্রীদের স্কুলে যেতেও সমস্যায় পড়তে হয়। গাড়ি চলাচল তো প্রায় অসম্ভব।
এ বিষয়ে সাহেবগঞ্জ গ্রাম পঞ্চায়েত প্রধান অভিজিৎ বর্মন বলেন, “রাস্তার অবস্থা খারাপ ঠিকই, তবে এত বড় রাস্তা গ্রাম পঞ্চায়েতের পক্ষে সংস্কার সম্ভব নয়। ইতিমধ্যেই উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহকে বিষয়টি জানানো হয়েছে এবং কাজের প্রক্রিয়া শুরু হয়েছে।”
এদিকে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় সাহেবগঞ্জ থানার পুলিশ। পুলিশের আশ্বাসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে এবং পথ অবরোধ প্রত্যাহার করেন স্থানীয় বাসিন্দারা।