
ফের শিলিগুড়ির একটি বেসরকারি মলে হানা দিলো খাদ্য সুরক্ষা দপ্তর , হানা দিতেই উঠে এলো চাঞ্চল্যকর তথ্য । আবার ও সেই একই পরিস্থিতি মজুদ করে রাখা রয়েছে পচা খাওয়ার , খাওয়ারে বাসা বেঁধেছে ছত্রাক , এছাড়াও আরো একটি বিষয় নজরে আসে প্রত্যেকটি দোকানেই রাখা হয়ে থাকে অগ্নিনির্বাপক সিলিন্ডার যাতে কোনো ভাবে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটলে দ্রুততার সঙ্গে তার মোকাবিলা করা যায়।
আজ যেখানে খাদ্য সুরক্ষা দপ্তর হানা দেয় সেখানেও রাখা ছিল অগ্নিনির্বাপক সিলিন্ডার একটু ভালো করে খতিয়ে দেখতেই দেখা যায় সিলিন্ডারটি ছিল একবারে ব্যবহারে অনুপযোগী যার ফলে বড়ো ধরণের যে কোনো দুর্ঘটনা যখন তখন ঘটে যেতে পারে । প্রশাসনের পক্ষ থেকে পুরো বিষয়টি সম্পর্কে সচেতন করা হয় ।
