
রাজা খান, প্রতিনিধি, গোয়ালপোখর, ২৫ জুলাই: হরিয়ানার পানিপথে কাজ করতে গিয়েছিলেন গোয়ালপোখরের ১০০-রও বেশি শ্রমিক। কিন্তু সম্প্রতি তাঁদের আটক করে সেখানকার প্রশাসন, শুধুমাত্র বাংলাভাষী হওয়ার অভিযোগে। শ্রমিকদের আধার কার্ড ও ভোটার কার্ড দেখানোর পরও, তা ‘জাল নথি’ বলে দাবি করা হয় স্থানীয় প্রশাসনের তরফে। এই ঘটনার একটি ভিডিও ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।
ঘটনাটি জানাজানি হতেই গভীর উদ্বেগের সৃষ্টি হয়েছে গোয়ালপোখরের শ্রমিকদের পরিবারগুলির মধ্যে। প্রিয়জনদের খোঁজ পেতে অনেকেই ছুটে যান ব্লক প্রশাসনের কাছে।
গোয়ালপোখর ব্লক প্রশাসনের তরফ থেকে জানানো হয়েছে, শ্রমিকদের সঠিকভাবে বাড়ি ফিরিয়ে আনার সবরকম ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং এই বিষয়ে হরিয়ানা প্রশাসনের সঙ্গে যোগাযোগ রাখা হচ্ছে।
এখন নজর প্রশাসনিক পদক্ষেপ ও শ্রমিকদের দ্রুত মুক্তির দিকেই।