
আজ ২৭ শে জুলাই ২০২৫ , বঙ্গীয় হিন্দু মহামঞ্চের ৪০ নম্বর ওয়ার্ডের কার্যকর্তাদের উদ্যোগে শিলিগুড়ির ইসকন মন্দির সংলগ্ন এলাকায় বৃক্ষরোপন কর্মসূচি গ্রহণ করা হয়। এই কার্যক্রমে উপস্থিত ছিলেন মহামঞ্চের সভাপতি শ্রী বিক্রমাদিত্য মন্ডল , সংগঠনের সদস্য শ্রী সুদীপ সরকার , বরিষ্ঠ কার্যকর্তা শ্রী নরেন ঘোষ সহ মহামঞ্চের স্থানীয় নেতৃত্ববৃন্দ ।
মহামঞ্চের সভাপতি জানায় – সাধারণ এর কথায় আমরা চাই ফিরুক সবুজ শিলিগুড়ি।
যেভাবে উত্তরবঙ্গ এর লাটাগুড়ি থেকে সামগ্রিক ডুয়ার্স এলাকার অরণ্য বনাঞ্চলকে কেটে সাফ করে ফেলা হচ্ছে রিসোর্ট বিনোদনের জন্য । অসাধু প্রভাবশালী ব্যবসায়ীদের হস্তক্ষেপে ক্ষতিগ্রস্ত হচ্ছে সামগ্রিক উত্তরবঙ্গের বনাঞ্চল । তেমনি সহ শিলিগুড়িতেও উন্নয়ন নাম করে কাটা হয়েছে শতাধিক গাছ।
শিলিগুড়ির আবহাওয়া হয়েছে আমূল পরিবর্তন। বর্ষাকাল চলল বৃষ্টির তেমন দেখা নেই । চতুর্দিকে থেকে শুধু কংক্রিটের ভিড়। এমন অবস্থায় কর্তব্যপরায়ণ নাগরিক হিসেবে আমাদের প্রত্যেকের উচিৎ বৃক্ষরোপণ করা , কারণ একটি কাজ শুধু একটি প্রাণ নয় এটি আগামীর ভবিষ্যৎ ।