
রবিবার গভীর রাতে উত্তর দিনাজপুরের ইসলামপুর পুরাতন পল্লী এলাকার ‘ছোট গোলা’ নামে পরিচিত একটি পাটের গোডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় গোটা এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। রাতের অন্ধকারে হঠাৎই দাউ দাউ করে জ্বলে ওঠে গোডাউনটি, আর মুহূর্তের মধ্যে আগুন গ্রাস করে গোডাউনে মজুত বিপুল পরিমাণ পাট।
প্রথমে ইসলামপুর দমকল কেন্দ্র থেকে তিনটি ইঞ্জিন ঘটনাস্থলে পাঠানো হয়। তবে গোডাউনের বিস্তীর্ণ এলাকা ও দাহ্য পদার্থ থাকায় সেই তিনটি ইঞ্জিন দিয়ে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি। আগুনের তীব্রতা ক্রমেই বেড়ে চলছিল। এরপরই অবিলম্বে খবর দেওয়া হয় পাশের রাজ্য বিহারের দমকল দফতরে। বিহার থেকে আরও তিনটি দমকল ইঞ্জিন ঘটনাস্থলে এসে পৌঁছায় এবং আগুন নিয়ন্ত্রণে আনার কাজ শুরু করে।
তবে তাতেও পরিস্থিতির বিশেষ উন্নতি না হওয়ায় শেষমেশ গোয়ালপোখর দমকল কেন্দ্রের সহায়তা চাওয়া হয়।
এই গোডাউনে বহু পাট ব সংরক্ষিত ছিল বলে জানা গিয়েছে। স্থানীয় সূত্রের দাবি, কয়েক কোটি টাকার পাট সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গিয়েছে। পাটের গন্ধ, ধোঁয়া ও উত্তাপে গোটা এলাকাজুড়ে এক আতঙ্কের পরিবেশ তৈরি হয়। আগুন নিয়ন্ত্রণে আনতে এলাকার বহু বাসিন্দাও ঝাঁপিয়ে পড়েন।
ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন ইসলামপুর পৌরসভার চেয়ারম্যান কানাইয়ালাল আগরওয়াল। তিনি গোডাউনের মালিক ও ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সঙ্গে কথা বলেন এবং দমকল বাহিনীর তৎপরতা তদারকি করেন।
প্রাথমিক তদন্তে দমকল বিভাগের অনুমান, শর্ট সার্কিট থেকেই এই অগ্নিকাণ্ডের সূচনা। তবে চূড়ান্ত তদন্তের পরই বিষয়টি স্পষ্ট হবে।