
শিলিগুড়ি,২৮ জুলাই: শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের ভক্তিনগর থানার অ্যান্টি ক্রাইম উইং-এর অভিযানে রবিবার রাতে গ্রেপ্তার হল তিন দুষ্কৃতী।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, গোপন তথ্যের ভিত্তিতে খবর পাওয়া যায় যে বোতল কোম্পানি জেলা পরিষদ রোড এলাকায় প্রায় দশজন দুষ্কৃতী অপরাধমূলক কাজের পরিকল্পনা করছিল। খবর পেয়ে অ্যান্টি ক্রাইম উইং-এর একটি দল ঘটনাস্থলে অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে ৬-৭ জন পালিয়ে যায়, তবে তিনজনকে হাতেনাতে পাকড়াও করে পুলিশ।
ধৃতদের নাম রজত রায় (আদর্শ পল্লী), বুদ্ধি দাস (জ্যোতি নগর) এবং রাজিব চৌধুরী (আইটিআই মোড়)। তাদের হেফাজত থেকে অপরাধ সংগঠিত করার জন্য আনা বেশ কিছু সরঞ্জাম উদ্ধার হয়েছে।
ধৃতদের সোমবার জলপাইগুড়ি আদালতে পেশ করে ভক্তিনগর থানা।