
ডোমকল, ২৭ জুলাই: মুর্শিদাবাদের ডোমকলে বিপুল পরিমাণ তাজা গুলি ও আগ্নেয়াস্ত্রসহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করল পুলিশ। ধৃতের নাম আসরাফুল মণ্ডল ওরফে ইসলাম (৫২)। তিনি জুগিন্দা মাল্লোপাড়া এলাকার বাসিন্দা।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, গোপন সূত্রে খবর পেয়ে গতকাল রাতে ডোমকল থানার পুলিশ অভিযান চালায় ঝাউবেড়িয়া মুহররমটোলা মাঠের কাছে। সেখান থেকেই গ্রেপ্তার করা হয় আসরাফুল মণ্ডলকে।
ধৃতের কাছ থেকে উদ্ধার হয়েছে একটি ইম্প্রোভাইজড ৭ মিমি পিস্তল, চার রাউন্ড ৭ মিমি তাজা গুলি এবং ৯৮ রাউন্ড ১২ বোরের তাজা গুলি।

অভিযুক্তের বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় মামলা রুজু করা হয়েছে। আজ তাকে আদালতে পেশ করে পুলিশ হেফাজতের আবেদন জানানো হয়েছে।
ডোমকল থানার পক্ষ থেকে জানানো হয়েছে, এই ধরনের অস্ত্র ও গোলাবারুদ উদ্ধারের জন্য অভিযান ভবিষ্যতেও চলবে।