
সেবক রোডে সিটি অটোচালকদের বিক্ষোভ, টোটো চলাচলে নিয়ন্ত্রণের দাবি
শিলিগুড়ি,২৮ জুলাই: শিলিগুড়ি সেবক রোড সংলগ্ন পিসি মিত্তাল বাস টার্মিনাস এলাকায় সিটি অটোচালকরা সোমবার সকাল থেকে গাড়ি চলাচল বন্ধ করে বিক্ষোভে সামিল হন। তাদের অভিযোগ, সালুগাড়া থেকে বেঙ্গল সাফারির দিকে টোটো রিকশার অবাধ চলাচল তাদের জীবিকায় বড় ধরনের প্রভাব ফেলছে।
সিটি অটো চালকদের দাবি, ওই এলাকায় টোটোর কোনো পারমিট নেই। পুলিশ প্রশাসন আগেই টোটোর চলাচল নিয়ন্ত্রণে আনতে নির্দিষ্ট রুটের স্টিকার চালু করেছিল। কিছুদিন তা মানা হলেও, বর্তমানে অন্য রুটের টোটোও বেআইনিভাবে সেবক রোড ও বেঙ্গল সাফারি হয়ে যাতায়াত করছে। এতে সিটি অটোচালকরা সমস্যায় পড়ছেন।
তাদের আরও অভিযোগ, প্রশাসনকে বারবার জানানো সত্ত্বেও কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি। যে রুটে টোটো চলার কথা, সেই রুটের পাশপাশি অন্য রুটেও গাড়ি চালাচ্ছে তারা। সেবক রোডের টোটো শুধুমাত্র সালুগাড়া পর্যন্ত যাওয়ার অনুমতি পেলেও, তারা নিয়ম ভেঙে বেঙ্গল সাফারি ওদিকে যাতায়াত করছে।
এদিনের এই বিক্ষোভে অংশ নেয় শালুগাড়া, সেবক রোড, ভেনাস মোড়, কোর্ট মোর, এনজেপি ও ফুলবাড়ী রুটে সিটি অটো চালক ও মালিকেরা। সিটি অটো চলাচল সম্পূর্ণভাবে বন্ধ করে দেন। তাদের হুঁশিয়ারি, অবিলম্বে প্রয়োজনীয় ব্যবস্থা না নিলে সিটি অটো পরিষেবা অনির্দিষ্টকালের জন্য বন্ধ রাখা হবে। এদিন বিক্ষোভের পর ভক্তিনগর থানা, ভক্তিনগর ট্রাফিক বিভাগ, মহাকুমা শাসক এবং আরটিও অফিসে লিখিত অভিযোগ করবে বলে জানান তারা।