
শিলিগুড়ি, ২২ জুলাই: ডুয়ার্সের বন্ধ ও রুগ্ন চা বাগান এলাকার ৩৪ জন যুবতীকে চাকরির নাম করে তামিলনাড়ু নিয়ে যাওয়ার ছক ছিল। তবে শেষ মুহূর্তে তা ধরে ফেলল পুলিশ। রবিবার বিকেলে শিলিগুড়ির বাস টার্মিনাস থেকে ওই যুবতীদের উদ্ধার করে প্রধাননগর থানার পুলিশ।
ঘটনার সঙ্গে জড়িত অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে—
- পেট্রাস বেক (মেটেলির বাসিন্দা)
- গৌতম রায় (হায়দারপাড়া, শিলিগুড়ি)
- জয়শ্রী পাল (জনতা নগর)
সোমবার ধৃতদের শিলিগুড়ি আদালতে পেশ করা হয় এবং পাঁচদিনের পুলিশ হেফাজতের আবেদন করা হয়।
শিলিগুড়ি পুলিশ কমিশনারেটের ডিসিপি বিশ্বচাঁদ ঠাকুর বলেন—
“৩৪ জন যুবতীকে উদ্ধার করা হয়েছে। তাঁরা মূলত নাগরাকাটা, মেটেলি, বানারহাট সহ চা বাগান অধ্যুষিত এলাকার বাসিন্দা। চাকরির প্রলোভন দেখিয়ে তাঁদের ভিন রাজ্যে নিয়ে যাওয়ার চেষ্টা হচ্ছিল। কিছু চাকরির নথি পাওয়া গেছে, তা যাচাই চলছে। পাচার চক্রে আর কেউ জড়িত কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।”
অন্যদিকে, ধৃতদের দাবি—
“চা বাগানের যুবতীদের রোজগারের সুযোগ দিতে তাঁদের নিয়ে যাওয়া হচ্ছিল। কোনো পাচার বা বেআইনি কাজ নয়।”
এই ঘটনায় নারী পাচারের আশঙ্কা মাথাচাড়া দিয়ে উঠেছে। পুলিশ জানিয়েছে, মানব পাচার রুখতে নিয়মিতভাবে বিভিন্ন এলাকায় সচেতনতা শিবির করা হবে।