
শিলিগুড়ি, ২৮ জুলাই: আসন্ন ২৮শে আগস্ট তৃণমূল ছাত্র পরিষদের (TMCP) প্রতিষ্ঠা দিবস উদযাপনকে কেন্দ্র করে প্রস্তুতির লক্ষ্যে আজ শিলিগুড়ির এয়ার ভিউ মোড় সংলগ্ন একটি বেসরকারি হোটেলে এক গুরুত্বপূর্ণ প্রস্তুতি সভার আয়োজন করা হয়।
এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তৃণমূল ছাত্র পরিষদের রাজ্য সভাপতি তৃণাঙ্কুর ভট্টাচার্য।
তাঁর সঙ্গে ছিলেন শিলিগুড়ির মেয়র গৌতম দেব, ডেপুটি মেয়র রঞ্জন সরকার, মহকুমা পরিষদের সভাধিপতি অরুণ ঘোষ সহ তৃণমূল কংগ্রেসের অন্যান্য নেতৃত্ব এবং TMCP-এর একাধিক সদস্য।
প্রস্তুতি সভা থেকে তৃণাঙ্কুর ভট্টাচার্য বলেন,
“প্রতিবছরের মতো এ বছরও প্রতিষ্ঠা দিবস উদযাপন সফল হবে বলে আমরা আশাবাদী। রাজ্যের বিভিন্ন জেলা ও ব্লক স্তর থেকে ছাত্র পরিষদের বিপুল সংখ্যক সদস্য এই কর্মসূচিতে অংশ নেবেন।”
সভায় প্রতিষ্ঠা দিবস উপলক্ষে রোড শো, সাংগঠনিক র্যালি, ছাত্র সমাবেশ ও অন্যান্য কর্মসূচির কথাও আলোচনা হয়।