
রাজা খান, প্রতিনিধি, ইসলামপুর, ২৯ জুলাই: জমিতে গরু বেঁধে ফসল নষ্টের প্রতিবাদ করায় বিজেপির এক বুথ সভাপতির উপর ধারালো অস্ত্র নিয়ে হামলার অভিযোগ উঠল স্থানীয় তৃণমূল কর্মীর বিরুদ্ধে। সোমবার সন্ধ্যায় ঘটনাটি ঘটে উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর থানার মিলনপল্লী এলাকায়।
আহত বিজেপি নেতা বিপ্লব দাস বর্তমানে ইসলামপুর মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন। তিনি মিলনপল্লীর বাসিন্দা ও এলাকার বুথ সভাপতি বলে জানা গেছে।
সূত্রের খবর, বিপ্লব দাস তার নিজস্ব জমিতে মুগ ডালের চাষ করেছিলেন। অভিযোগ, স্থানীয় বাসিন্দা তোফিজুল তার জমিতে গরু বেঁধে ফসল নষ্ট করছিলেন। এর প্রতিবাদ জানাতে গেলে তোফিজুল এবং তাঁর দুই ছেলে মিলে ধারালো অস্ত্র নিয়ে বিপ্লব দাসের ওপর হামলা চালায়। এই ঘটনায় তাঁর হাতে গুরুতর আঘাত লাগে।
ঘটনার পরই বিজেপি নেতৃত্ব দাবি করে, হামলাকারীরা সক্রিয় তৃণমূল কর্মী এবং রাজনৈতিক প্রতিহিংসার কারণেই এই আক্রমণ। বিজেপি আরও জানায়, দোষীদের অবিলম্বে গ্রেফতার না করা হলে বৃহত্তর আন্দোলনে নামা হবে।
অন্যদিকে অভিযুক্ত তোফিজুল পাল্টা দাবি করেছেন, বিপ্লব দাস মদ্যপ অবস্থায় দোকানে গিয়ে গালিগালাজ করছিলেন এবং তিনিই প্রথম ঝামেলার সূত্রপাত করেন।
এই ঘটনাকে ঘিরে রাজনীতিক চাপানউতোর শুরু হয়েছে। তৃণমূল কংগ্রেসের দাবি, এটি নিছকই একটি প্রতিবেশীর মধ্যকার বিবাদ এবং বিজেপি এই ঘটনাকে রাজনৈতিক রং দেওয়ার চেষ্টা করছে।
স্থানীয় প্রশাসন সূত্রে খবর, ঘটনার তদন্ত শুরু হয়েছে এবং উভয় পক্ষের অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে।