
শিলিগুড়ি, ২৯ জুলাই: এ যেন গা শিউরে ওঠার মতো ঘটনা ! আর কতদিন ঘটবে এমন পৈশাচিক ঘটনা ? আর কত এই ভাবে মানুষ রূপধারী কিছু রাক্ষসের শিকার হতে হবে ছোট্টো কন্যা শিশু থেকে নারীদের ? বলতে পারবে কেউ কেনো বার বার এই হাড় হিম করা ঘটনা ঘটেই চলেছে?
শহর শিলিগুড়িতে আবার ও ঘটলো এমনই এক হৃদয়বিদারক ঘটনা। ঘটনার শিকার এক ছোট্ট শিশু । শিলিগুড়ির ৪৬ নং ওয়ার্ডের এই নির্মম ঘটনায় ক্ষোভে ফুঁসছে এলাকাবাসী। অভিযোগ , পড়াশোনার জন্য বাড়ির সামনের এক মহিলার কাছে পাঠানো হয়েছিল পাঁচ বছরের এক শিশু কন্যাকে। আর সেখানেই ঘিরে অপ্রত্যাশিত ঘটনা । অভিযোগ, যে মহিলার কাছে শিশুটি পড়তে আসে সেই মহিলার স্বামী শিশুটিকে হেনস্তা করে।
এই ঘটনার কথা সামনে আসতেই এলাকায় চাঞ্চল্য ছড়ায়। ঘটনাস্থলে পৌঁছায় আমাদের সংবাদ প্রতিনিধি। যাঁর বিরুদ্ধে অভিযোগ, তাঁর স্ত্রীর সঙ্গে ফোনে যোগাযোগ করা হলে তিনি প্রথমেই সমস্ত অভিযোগ অস্বীকার করে বলেন, ‘‘আমার স্বামী শারীরিকভাবে অসুস্থ, বিছানায় শয্যাশায়ী। তিনি এই ধরনের কাজ করতে পারেন না। পুরো অভিযোগই ভিত্তিহীন।’’
তবে এই ঘটনা আরও রহস্যজনক মোড় নেয়, যখন সেই মহিলা অভিযোগ ভিত্তিহীন বলার পরেও সাংবাদিকদের মুখোমুখি হওয়া থেকে পিছ পা হয়েছেন । সাংবাদিক ঘটনাস্থলে পৌঁছানোর ঠিক কিছুক্ষণ আগেই সে বাড়ি থেকে বেরিয়ে যান। অর্থাৎ, সংবাদমাধ্যমের সামনে কোনও ব্যাখ্যা দেননি তিনি ।
এই ঘটনার পর আপনারও হয়তো মনে প্রশ্ন উঠবে , আপনার সন্তানকে পড়াশোনার জন্য ঠিক জায়গায় পাঠাচ্ছেন তো ?
ছোট শিশু থেকে শুরু করে প্রাপ্তবয়স্ক নারী এমন কি বৃদ্ধ মহিলা সমাজে যেন শুধু এক ভোগের বস্তু হিসেবে পরিণত হয়ে আসছে তাই তো আজও এই সমাজে দাঁড়িয়ে একের পর এক অত্যাচার নারীদের ওপর । বাদ যায়না এক নিষ্পাপ শিশুও !