
শিলিগুড়ি, ২৯ জুলাই: শিলিগুড়ির সিস্টার নিবেদিতা ইংলিশ স্কুলে তৃতীয় শ্রেণীর এক ছাত্রীর উপর দুষ্কর্মের চেষ্টার অভিযোগে ব্যাপক চাঞ্চল্য ছড়াল। অভিযুক্ত স্কুলেরই এক সাফাই কর্মী। অভিযোগ, সোমবার সকাল ৯টার টিফিন পিরিয়ডের সময় স্কুলের শৌচালয়ে ওই ছাত্রীকে একা পেয়ে দুষ্কর্মের চেষ্টা করে অভিযুক্ত কর্মী পাপ্পু বাষ্পড়।
যদিও ঘটনাটি সোমবার ঘটলেও, স্কুল কর্তৃপক্ষ সেই দিন পুলিশে খবর না দিয়ে নিজেরাই বিষয়টি ‘তদন্ত’ ও ‘ব্যবস্থা’ নেওয়ার চেষ্টা করে, এমনটাই অভিযোগ অভিভাবকদের। তাঁদের বক্তব্য, এই চেষ্টাই মূলত একটি গর্হিত অপরাধকে ধামাচাপা দেওয়ার পরিকল্পনা।
মঙ্গলবার সকালে অভিযুক্ত কর্মী যখন কাজে আসে, তখনই শিক্ষকরা তাকে আটক করেন। এরপর খবর পেয়ে প্রধান নগর থানার পুলিশ এসে অভিযুক্তকে গ্রেপ্তার করে। এদিকে ঘটনার খবর ছড়াতেই স্কুল চত্বরে উত্তেজনা ছড়ায়। বিক্ষোভে ফেটে পড়েন অভিভাবকেরা। তারা প্রধান শিক্ষক রণবীর পুরোকায়স্থের বিরুদ্ধেও গাফিলতি এবং ধামাচাপা দেওয়ার অভিযোগ তোলেন।
অভিযুক্ত কর্মীকে বর্তমানে পুলিশ হেফাজতে রাখা হয়েছে। ছাত্রীর পরিবারের তরফে মৌখিক অভিযোগ দেওয়া হয়েছে প্রধাননগর থানায় এবং লিখিত অভিযোগও দায়েরের প্রক্রিয়া চলছে। অন্যদিকে, স্কুলের একাধিক অভিভাবক স্কুল কর্তৃপক্ষের বিরুদ্ধে অভিযোগ জানিয়ে আলাদা করে থানায় অভিযোগ দায়ের করেন।
বর্তমানে উত্তেজনা এড়াতে স্কুলে পুলিশ পিকেট বসানো হয়েছে। শিক্ষক ও স্কুল সম্পত্তির সুরক্ষা নিশ্চিত করছে প্রশাসন।