
শিলিগুড়ি, ২৯ জুলাই: আন্তর্জাতিক ব্যাঘ্র দিবস উপলক্ষে আজ শিলিগুড়ির একটিয়াশাল তিলেশ্বরী অধিকারী উচ্চ বিদ্যালয়ে নর্থ বেঙ্গল ওয়াইল্ড অ্যানিমালস পার্কের উদ্যোগে আয়োজিত হলো বিশেষ সচেতনতা মূলক কর্মসূচি।
দিনটির তাৎপর্য ছড়িয়ে দিতে সকালেই বিদ্যালয় চত্বরে অনুষ্ঠিত হয় একটি পদযাত্রা। এই পদযাত্রার মাধ্যমে পড়ুয়ারা ও শিক্ষক-শিক্ষিকারা বাঘ সংরক্ষণের বার্তা নিয়ে অংশগ্রহণ করেন। পরে এক মাস প্যারেডের মাধ্যমে সকলে বিদ্যালয়ের হলরুমে উপস্থিত হন, যেখানে পরিবেশ ও বন্যপ্রাণী রক্ষার উদ্দেশ্যে আয়োজিত হয় একাধিক অনুষ্ঠান।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নর্থ বেঙ্গল ওয়াইল্ড অ্যানিমালস পার্কের অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর অভিষেক চৌধুরী, সহ আরও বেশ কয়েকজন আধিকারিক। পাশাপাশি বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা ও ছাত্র-ছাত্রীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো।
পড়ুয়াদের মধ্যে বাঘ সংরক্ষণ ও পরিবেশ রক্ষার গুরুত্ব বোঝাতে অনুষ্ঠিত হয় শিক্ষামূলক আলোচনা, পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন, তথ্যচিত্র প্রদর্শন, এবং সাংস্কৃতিক উপস্থাপনা।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, আগামী প্রজন্মের মধ্যে পরিবেশ ও বন্যপ্রাণ সংরক্ষণে সচেতনতা গড়ে তুলতে এই ধরনের কর্মসূচির গুরুত্ব অপরিসীম।