
শিলিগুড়ি, ২৯ জুলাই: ভারত-নেপাল সীমান্তে অবস্থিত শিলিগুড়ির পানিট্যাঙ্কিতে এক চীনা নাগরিককে জাল পরিচয়পত্রসহ আটক করল এসএসবি। সোমবার সন্ধ্যায় ৪১ নম্বর ব্যাটালিয়নের ‘সি’ কোম্পানির বর্ডার ইন্টারঅ্যাকশন টিম সীমান্ত সংলগ্ন নতুন ব্রিজ এলাকা থেকে তাকে আটক করে।
এসএসবি সূত্রে জানা গিয়েছে, নিয়মিত নজরদারির সময় সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করছিল ওই ব্যক্তি। কাগজপত্রে অসঙ্গতি নজরে আসতেই তাকে আটক করে শুরু হয় তীব্র জিজ্ঞাসাবাদ ও নথি যাচাই।
জানা গেছে, ধৃত চীনা নাগরিকের কাছ থেকে উদ্ধার হয়েছে দুটি সুইস পাসপোর্ট, যার একটিতে নাম লেখা খামরিতশাং সেতেন গুরমে, অপরটিতে সেঙ্গেইতসাং কর্মা জিমি। এক ব্যক্তির নামে দুটি পৃথক পাসপোর্ট থাকায় সন্দেহ আরও বাড়ে।
পাশাপাশি তার কাছ থেকে উদ্ধার হয়েছে একটি জাল নেপালি নাগরিকত্বের কার্ড, যা ভারতের সীমান্ত পেরোনোর উদ্দেশ্যে ব্যবহৃত হয়েছে বলেই অনুমান।

ঘটনাটি গুরুত্ব সহকারে বিবেচনা করে এসএসবির গোয়েন্দা ও নিরাপত্তা শাখা যৌথভাবে তদন্ত শুরু করে। দীর্ঘ জিজ্ঞাসাবাদের পর সমস্ত তথ্য সংগ্রহ করে ওই ব্যক্তিকে দার্জিলিং জেলা পুলিশের খড়িবাড়ি থানার হাতে তুলে দেওয়া হয়।
পরে পুলিশ তাকে শিলিগুড়ি মহকুমা আদালতে পেশ করে। গোটা ঘটনাকে কেন্দ্র করে সীমান্তে নিরাপত্তা আরও জোরদার করা হয়েছে বলে জানিয়েছে প্রশাসন।