
বালুরঘাট, দক্ষিণ দিনাজপুর, ২৯ জুলাই: আজ থেকে বালুরঘাটের রবীন্দ্রভবনে শুরু হলো বাউল লোকশিল্পীদের জন্য তিনদিনের আঙ্গিক ভিত্তিক কর্মশালা। পশ্চিমবঙ্গ সরকারের মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে এবং লোকসংস্কৃতি ও আদিবাসী সংস্কৃতি কেন্দ্রের আয়োজনে এই কর্মশালার আয়োজন করা হয়েছে। সহযোগিতায় রয়েছে দক্ষিণ দিনাজপুর জেলা তথ্য ও সংস্কৃতি দপ্তর।
উত্তর দিনাজপুর জেলা থেকে আগত অভিজ্ঞ বাউল প্রশিক্ষক তরণী সেন মহন্ত ও গোকুল চন্দ্র দাস-এর উপস্থিতিতে এই কর্মশালা অনুষ্ঠিত হচ্ছে।
এই তিনদিনে শুধুমাত্র বাউল সঙ্গীতের শৈলীকাঠামো, বাণী ও আধ্যাত্মিক দিক নিয়ে আলোচনা হচ্ছে না, পাশাপাশি রাজ্য সরকারের উন্নয়নমূলক বিভিন্ন প্রকল্প কীভাবে বাউল সঙ্গীতের মাধ্যমে সাধারণ মানুষের মধ্যে ছড়িয়ে দেওয়া যায়—সেই বিষয়ে অংশগ্রহণকারী শিল্পীদের মধ্যে আলোচনা ও প্রশিক্ষণও চলছে।
এই কর্মশালার মূল লক্ষ্য হল:
- বাউল শিল্পীদের সংগীত চর্চার ক্ষেত্রে শৈল্পিক দিক উন্নত করা,
- তাদের সরকারি প্রকল্প-সংক্রান্ত বার্তা পরিবেশনের দক্ষতা বাড়ানো,
- লোকসংস্কৃতি ও সমাজের মধ্যে সেতুবন্ধ গড়ে তোলা।
সংস্কৃতি বিভাগের এক আধিকারিক জানান, “এই কর্মসূচির মাধ্যমে রাজ্যের ঐতিহ্যবাহী লোকশিল্পীদের সামাজিক ও সাংস্কৃতিক দৃষ্টিকোণ থেকে আরও বেশি গুরুত্বপূর্ণ ভূমিকার জন্য প্রস্তুত করা হচ্ছে।”