
বালুরঘাট | সন্ধ্যা নামলেই গরুর দখলে চলে যাচ্ছে শহরের রাস্তা। বালুরঘাট শহরের একাধিক গুরুত্বপূর্ণ মোড়ে দিনের পর দিন গবাদি পশুর অবাধ বিচরণে বিপাকে পড়ছেন পথচারীরা ও যানবাহন চালকেরা। গরুর পাল রাস্তার মাঝখানে বসে থাকার কারণে ঘটছে একের পর এক দুর্ঘটনা, তৈরি হচ্ছে যানজট।
এই পরিস্থিতির মোকাবিলায় বুধবার রাতে বিশেষ অভিযান চালাল বালুরঘাট পৌরসভা। চেয়ারম্যান অশোক মিত্রের নেতৃত্বে অভিযান চালানো হয় শহরের ব্যস্ত এলাকা যেমন বালুরঘাট থানা মোড়, জেলা শাসকের দপ্তরের সামনের রাস্তা, আদালতের সামনের রাস্তা ও আন্দোলন সেতুর আশেপাশে।
অভিযানের মূল দিকগুলো:
- রাস্তায় থাকা গরু আটক করে পাঠানো হয় পশু খামারে
- গরুর মালিকদের কাছ থেকে জরিমানা আদায় করা হবে
- এই অভিযান নিয়মিত চলবে বলে জানালেন পৌরসভার চেয়ারম্যান
- শহরবাসীর স্বস্তি ও প্রশংসা — “এই উদ্যোগ প্রশংসনীয়”
চেয়ারম্যান অশোক মিত্র জানান:
“শহরের শৃঙ্খলা ফিরিয়ে আনতেই আমাদের এই পদক্ষেপ। রাস্তায় পশু ছেড়ে দেওয়া আইনত অপরাধ। ভবিষ্যতেও এই অভিযান অব্যাহত থাকবে।”
মানুষ কী বলছে?
পথচারি শুভজিৎ সরকার বলেন:
“এই উদ্যোগ অত্যন্ত জরুরি ছিল। পৌরসভা অবশেষে ব্যবস্থা নিয়েছে দেখে খুব ভালো লাগছে।”
এই অভিযান ঘিরে শহরবাসীর মধ্যে স্বস্তি যেমন দেখা গেছে, তেমনই পৌরসভার এই কঠোর পদক্ষেপে গরুর মালিকদেরও সাবধানতা অবলম্বন করতে বাধ্য হবে বলে মনে করছেন অনেকে।