
শিলিগুড়ি, ৩১ জুলাই:পরিবেশ বাঁচাতে আর সবুজ শহর গড়তে শিলিগুড়ি পুর নিগমের ৪৭ নম্বর ওয়ার্ড কমিটির এক গুরুত্বপূর্ণ ও প্রশংসনীয় উদ্যোগ –বৃহৎ বৃক্ষরোপণ কর্মসূচি।
ওয়ার্ড কমিটির তরফে জানানো হয়েছে, এই কর্মসূচির মূল উদ্দেশ্য-
গ্রীষ্মের তীব্রতা থেকে শহরবাসীকে স্বস্তি দেওয়া
ভবিষ্যৎ প্রজন্মের জন্য নির্মল পরিবেশ রেখে যাওয়া
ওয়ার্ডের সৌন্দর্যায়ন ও পরিবেশ সংরক্ষণে এক সুদূরপ্রসারী পদক্ষেপ গ্রহণ
এই কর্মসূচিতে অংশ নেন মেয়র গৌতম দেব, ডেপুটি মেয়র রঞ্জন সরকার, ওয়ার্ড কাউন্সিলর, পুরকর্মী, স্কুলছাত্র-ছাত্রী থেকে শুরু করে স্থানীয় বাসিন্দারা — সকলে মিলে একযোগে গাছ লাগিয়ে এক অনন্য বার্তা দিলেন:
“শুধু অভিযোগ নয়, এবার সময় গাছ লাগিয়ে প্রকৃতিকে বাঁচানোর।”
প্রথম ধাপে রোপণ করা হয় শতাধিক ছায়াদার ও ফলদ বৃক্ষ। প্রতিটি গাছের পাশে থাকবে পরিচর্যার দায়িত্বপ্রাপ্ত একজন স্থানীয় ‘গার্ডিয়ান’। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, এই প্রকল্প চলবে মাসব্যাপী এবং শহরের অন্যান্য ওয়ার্ডেও তা সম্প্রসারিত হবে।
এই উদ্যোগে উৎসাহিত শহরবাসীর বক্তব্য,
“জলবায়ু পরিবর্তনের প্রভাব যখন চোখে পড়ার মতো, তখন এই ধরনের প্রকল্প আমাদের নতুন আশা দেখাচ্ছে।”
পরিবেশবিদদের মতে, এই ধরণের স্থানীয় ওয়ার্ড ভিত্তিক বৃক্ষরোপণই হতে পারে নগরায়নের মধ্যেও সবুজ শহর গঠনের মূল চাবিকাঠি।