
শিলিগুড়ি | ১ আগস্ট: ইস্টবেঙ্গল ক্লাবের ১০৫তম প্রতিষ্ঠা দিবসে শিলিগুড়ি শহর আজ ভাসল লাল-হলুদের আবেগে।
শহরের ইস্টবেঙ্গল রোড সংলগ্ন স্টেডিয়ামের ফুড প্লাজার সামনে শিলিগুড়ি ইস্টবেঙ্গল ফ্যান ক্লাব-এর উদ্যোগে পালিত হল ইস্টবেঙ্গল দিবস।
দিনের সূচনা:
সকালে পতাকা উত্তোলনের মধ্য দিয়ে শুরু হয় অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা। এরপর কেক কেটে ক্লাবের জন্মদিন উদ্যাপন করেন সমর্থকরা।
উপস্থিতি:
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিভিন্ন বয়সের ইস্টবেঙ্গলপ্রেমী — ছোট থেকে বড় সকলের পরনে ছিল লাল-হলুদ রঙের টি-শার্ট, হাতে পতাকা, গলায় ক্লাবের গর্ব। স্লোগানে মুখরিত হয় অনুষ্ঠান এলাকা।
ইতিহাসের প্রতি শ্রদ্ধা:
অনেকে বলেন,
“ইস্টবেঙ্গল ক্লাব শুধু একটি ফুটবল টিম নয়, এটি আমাদের আত্মপরিচয়ের প্রতীক। এই দিনটি আমাদের জন্য গর্বের।”
চিত্ররূপ:
এদিনের উৎসবকে ঘিরে ক্লাবপ্রেমীরা সোশ্যাল মিডিয়ায় ছবি ও ভিডিও শেয়ার করেন। অনেকে নিজেদের আবেগ ব্যক্ত করেন #AmarClub #EastBengal105 হ্যাশট্যাগে।