
শিলিগুড়ি | ১ আগস্ট:ডাবগ্রাম-ফুলবাড়ী বিধানসভার বানেশ্বর মোড়ে স্থাপিত হচ্ছে রাজবংশী গর্বের প্রতীক বীর চিলা রায়ের মূর্তি।
শুক্রবার ইস্টার্ন বাইপাস সংলগ্ন বানেশ্বর মোড়ে মূর্তি স্থাপনের ভিত্তিপ্রস্তর অনুষ্ঠানের আয়োজন করা হয়।
উপস্থিত অতিথিরা:
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজসেবী জ্যোতি প্রকাশ কানুরিয়া, সঙ্গে ছিলেন রাজবংশী সমাজের বিশিষ্ট প্রতিনিধিরা ও স্থানীয় নেতৃত্ব।
রাজবংশী সমাজের পক্ষ থেকে প্রতিক্রিয়া:
ডাবগ্রাম-ফুলবাড়ী বিধানসভার এসসি, এসটি ও ওবিসি সেলের সভাপতি জানান,
“এই মূর্তি স্থাপনের দাবি বহুদিনের। দীর্ঘ আন্দোলন ও প্রচেষ্টার পর এই জায়গাটি বরাদ্দ হয়েছে। আজকের এই সূচনা আমাদের দীর্ঘদিনের স্বপ্নপূরণ।”
উৎসবের আবহ:
স্থানীয়দের উপস্থিতিতে এলাকায় এক উৎসবমুখর পরিবেশ তৈরি হয়। রাজবংশী নাগরিকদের মতে,
“বীর চিলা রায় শুধুই ইতিহাসের চরিত্র নন, তিনি আমাদের আত্মপরিচয় ও গর্বের প্রতীক। এই মূর্তি ভবিষ্যৎ প্রজন্মকে স্মরণ করিয়ে দেবে তাঁদের শিকড়।”
মূর্তির তাৎপর্য:
বীর চিলা রায় ছিলেন কুচবিহারের কামতা রাজবংশের এক বীর সেনাপতি। তাঁর বীরত্ব ও নেতৃত্ব আজও রাজবংশী সমাজের ইতিহাসের গুরুত্বপূর্ণ অংশ।