
বাংলা ভাষার মর্যাদা রক্ষায় শহর জুড়ে আরও এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ – শিলিগুড়ির শেঠ শ্রীলাল মার্কেটের ব্যবসায়ীদের বোর্ডে বাংলায় লেখার অনুরোধ জানাল ব্যবসায়ী সমিতি।
শুক্রবার সকালে শেঠ শ্রীলাল মার্কেট ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে প্রত্যেক দোকানদারের কাছে একটি আবেদন রাখা হয় -তাঁদের দোকানের বোর্ডে অবশ্যই বাংলায় লেখা রাখতে হবে, এবং সেটা মহালয়ার আগেই সম্পন্ন করতে হবে।
“রাজ্য সরকার ও শিলিগুড়ি পুরনিগম আমাদের কাছে অনুরোধ করেছে, যেন ব্যবসায়ীরা বাংলায় বোর্ড লাগান। অন্যান্য রাজ্যে যেমন স্থানীয় ভাষা সম্মান পায়, আমাদেরও বাংলাকে সম্মান জানানো উচিত।”
এছাড়াও তিনি জানান,“এই রাজ্যে ব্যবসা করলে বাংলা ভাষার প্রতি শ্রদ্ধা জানানো অত্যন্ত প্রয়োজন। শুধুমাত্র ইংরেজি বা হিন্দি নয়, বোর্ডে বাংলাও থাকতে হবে।”
বাংলা ভাষা নিয়ে রাজ্যে একাধিকবার সচেতনতা অভিযান হয়েছে। শিলিগুড়ি পুরনিগমের তরফ থেকেও বিভিন্ন ওয়ার্ডে বাংলায় বোর্ড না থাকলে ব্যবসায়ীদের সতর্ক করা হয়েছে। এবার ব্যবসায়ী সংগঠন নিজেই তা বাস্তবায়নের পথে এগিয়ে এল। এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন বহু ব্যবসায়ী ও সাধারণ মানুষ।