
শিলিগুড়ি, ১ আগস্ট: শহরের সর্বত্র বাংলা ভাষায় সাইনবোর্ড লাগানোর উদ্যোগ এবং শিক্ষার্থীদের পাশে দাঁড়ানোর মতো সামাজিক ভূমিকার জন্য শিলিগুড়ি পুরনিগমের মেয়র গৌতম দেবকে ধন্যবাদ জানালেন তৃণমূল কংগ্রেস টাউন ৩ নম্বর নমঃশূদ্র ও উদ্বাস্তু সেল। শুক্রবার, পুরনিগমে মেয়রের হাতে ফুলের তোড়া ও খাদা তুলে দিয়ে তাঁকে ধন্যবাদ জানানো হয় ।
এই সংবর্ধনার মূল লক্ষ্য ছিল শহরে বাংলা ভাষার মর্যাদা রক্ষা এবং সামাজিক ক্ষেত্রে মেয়রের ভূমিকার প্রশংসা করা।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি প্রসেনজিৎ মণ্ডল-সহ অন্যান্য নেতৃত্ববৃন্দ।
সংগঠনের সভাপতি প্রসেনজিৎ মণ্ডল বলেন, “মেয়র গৌতম দেবের উদ্যোগে আমরা গর্বিত। শহরের দোকান, অফিস ও অন্যান্য প্রতিষ্ঠানে বাংলা ভাষায় সাইনবোর্ড লাগানো শুধুই আইনি দায়িত্ব নয়, এটি আমাদের ভাষা ও সংস্কৃতির প্রতি শ্রদ্ধা প্রদর্শনের প্রতীক।”
তিনি আরও বলেন, “পড়ুয়াদের বিভিন্ন প্রয়োজনে মেয়র যে সহযোগিতা করছেন, তা অত্যন্ত প্রশংসনীয়। তাঁর এই মানবিক পদক্ষেপের জন্য আমরা কৃতজ্ঞ।”