
১লা আগস্ট, ২০২৫ শুক্রবার, ব্রাইট অ্যাকাডেমি স্কুলের প্রথম শ্রেণি থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত ছাত্রীদের একদল প্রতিনিধি, স্কুলের ডিরেক্টর/প্রিন্সিপাল ও শিক্ষিকাদের সঙ্গে নিয়ে, কেন্দ্রীয় শিক্ষা ও উত্তর-পূর্বাঞ্চল উন্নয়ন প্রতিমন্ত্রী ড. সুকান্ত মজুমদারের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।

ছাত্রীরা রাখি বন্ধনের উৎসব উপলক্ষে মাননীয় মন্ত্রীর হাতে রাখি বাঁধে ও জাতীয় পতাকা উপহার দেয়। স্বাধীনতা দিবসের প্রাক্কালে এই অনুষ্ঠানে ছাত্রীরা দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে নিজেদের আবেগ প্রকাশ করে।

ড. সুকান্ত মজুমদার ছাত্রীদের এই আবেগময় অভিনন্দনে আবেগাপ্লুত হন। তিনি ছাত্রীদের সঙ্গে হৃদ্যতাপূর্ণ কথোপকথন করেন এবং তাদের ভবিষ্যৎ জীবনের জন্য আশীর্বাদ প্রদান করেন।
এই সাক্ষাৎ শুধু একটি সৌজন্য সাক্ষাৎ ছিল না, বরং ছাত্র-শিক্ষক সকলের জন্যই এক স্মরণীয় অভিজ্ঞতা হয়ে থাকল। ভবিষ্যতেও এমন আরও সাক্ষাতের আশায় রইল ব্রাইট অ্যাকাডেমি পরিবার।