
বালুরঘাট, দক্ষিণ দিনাজপুর | ২ অগাস্ট ২০২৫: ভিনরাজ্য থেকে যেসব শ্রমিক দক্ষিণ দিনাজপুরে ফিরে এসেছেন, তাদের অভিজ্ঞতা নিয়ে ভিডিও তৈরি করে সাংবাদিক সম্মেলনে তা তুলে ধরল জেলার শ্রম দপ্তর। ভিডিওতে উঠে এসেছে অনেক শ্রমিকের ভয়ভীতির পরিবেশ এবং অত্যাচারের শিকার হওয়ার অভিজ্ঞতা। যদিও কতজন শ্রমিক ফিরেছেন, সেই নির্দিষ্ট তথ্য দিতে পারেনি দপ্তর।
দক্ষিণ দিনাজপুরে বর্তমানে প্রায় ৩৫ হাজার পরিযায়ী শ্রমিকের নাম নথিভুক্ত রয়েছে, যারা ভিনরাজ্যে রোজগারের উদ্দেশ্যে গিয়েছিলেন বলে জানিয়েছে জেলা শ্রম দপ্তর।
তবে এই সংখ্যা আসল সংখ্যার থেকে অনেকটাই কম হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করা হয়েছে, কারণ—
“শুধুমাত্র দুয়ারে সরকার প্রকল্পের অধীনে পঞ্চায়েতে নাম নথিভুক্ত করে যাওয়া শ্রমিকদের হিসাব ধরা হয়েছে।”
জেলার যুগ্ম শ্রম অধিকর্তা বলদেব মন্ডল সাংবাদিক সম্মেলনে বলেন—
“অনেক শ্রমিক ভয়ে, আতঙ্কে বা অত্যাচারের শিকার হয়ে ফিরে এসেছেন। আমরা সেই অভিজ্ঞতাগুলি ভিডিও আকারে রেকর্ড করে রেখেছি। সেই ভিডিও সাংবাদিকদের সামনে উপস্থাপন করেছি যাতে বাস্তব পরিস্থিতি বোঝা যায়।”
তবে তিনি এটাও স্পষ্ট করে দেন—
“আমরা এখনো নির্দিষ্ট করে বলতে পারছি না ঠিক কতজন শ্রমিক ইতিমধ্যে জেলায় ফিরে এসেছেন।”