
রাজা খান, প্রতিনিধি, চাকুলিয়া, উত্তর দিনাজপুর, ২ অগাস্ট | চাকুলিয়ার লাহিল এলাকার এক মন্দিরে হনুমানজীর মূর্তির সামনে দুধ দিলে তা নিমেষে উধাও- এমন দাবি ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে। স্থানীয়রা একে অলৌকিক ঘটনা বললেও, অনেকে মনে করছেন এটি পৃষ্ঠতল টান ও কৈশিক ক্রিয়ার ফল। ঘটনাস্থলে পুলিশ পৌঁছে পরিস্থিতি সামাল দেয়।
শুক্রবার সন্ধ্যায় উত্তর দিনাজপুর জেলার চাকুলিয়া ব্লকের লাহিল এলাকার একটি হনুমান মন্দিরে ঘটে যায় এক ‘অলৌকিক’ ঘটনা।
স্থানীয়দের দাবি অনুযায়ী-
“চামচে করে দুধ বা জল মূর্তির ঠোঁটে ধরালেই নিমেষে তা গায়েব হয়ে যাচ্ছে, যেন মূর্তি নিজেই পান করছেন!”
এই খবর মুহূর্তে ছড়িয়ে পড়তেই মন্দির চত্বরে ভিড় জমে হাজারের বেশি মানুষে, অনেকে ফুল, দুধ, প্রসাদ নিয়ে হাজির হন। পরে খবর পেয়ে চাকুলিয়া থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়।
স্থানীয় ব্যবসায়ী কমল জেন বলেন-
“এমন ঘটনা আগে কখনও দেখিনি। সন্ধ্যার আরতির সময়ই প্রথম দেখা যায়। অলৌকিক ছাড়া কিছুই নয়।”
বিজ্ঞান কী বলে?
এমন ‘দুধপান’ ঘটনা ১৯৯৫ সালেও ঘটেছিল গোটা দেশে গণেশ মূর্তিকে কেন্দ্র করে।
বিজ্ঞানীদের ব্যাখ্যা ছিল:
- Capillary Action (কৈশিক ক্রিয়া): পাথরের ছোট ছোট ছিদ্র বা ফাটলের মাধ্যমে তরল উপাদান টেনে নেওয়া
- Surface Tension (পৃষ্ঠতল টান): তরল পদার্থ নিজে থেকেই উপরের দিকে ওঠে বা ছড়িয়ে পড়ে
তবে চাকুলিয়ার ভক্তদের অনেকেই বলছেন—
“এইসব বিজ্ঞান নয়, ভক্তি ও বিশ্বাসের ব্যাপার। দেবতা নিজে দর্শন দিচ্ছেন, এটাকেই মানতে হবে।”