
রাজা খান, প্রতিনিধি, ইসলামপুর, উত্তর দিনাজপুর | ২ আগস্ট ২০২৫: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণা অনুযায়ী রাজ্য জুড়ে শুরু হল ‘আমাদের পাড়া, আমাদের সমাধান’ কর্মসূচি। ইসলামপুর পৌরসভার ১ নম্বর ওয়ার্ডে এই প্রকল্পের সূচনা হল আজ।
ইসলামপুর ট্রাক স্ট্যান্ড প্রাঙ্গণে আয়োজিত শিবিরে এলাকার বাসিন্দারা উপস্থিত হয়ে তাঁদের সমস্যার তালিকা পেশ করেন।
এখানে মূলত আলোচনায় উঠে আসে—
- রাস্তাঘাট সংস্কার
- নিকাশি ব্যবস্থা
- পানীয় জলের সমস্যা
- আলো এবং সাফাই সংক্রান্ত অভিযোগ
বাসিন্দারা জানান, এই প্রকল্পে তাঁদের অংশগ্রহণের মাধ্যমে এলাকার উন্নয়নের জন্য জরুরি কাজগুলো নির্ধারণ করা যাবে।

প্রত্যেক ওয়ার্ডে ১০ লক্ষ টাকা করে বরাদ্দের কথা জানিয়েছেন ইসলামপুর পৌরসভার চেয়ারম্যান কানাইয়ালাল আগরওয়াল।
তিনি বলেন—
“শুধু সমস্যা শোনা নয়, দ্রুত কাজও শুরু হবে। রাজ্যের অন্যান্য প্রকল্পগুলোর পরিষেবা এই ক্যাম্প থেকেই পাবেন বাসিন্দারা।”
বাসিন্দাদের প্রতিক্রিয়া:
“এই প্রকল্পে আমরা নিজেরা সমস্যার কথা বলছি, সিদ্ধান্ত নিচ্ছি। এটা ভালো উদ্যোগ।” – এক বাসিন্দা
“বছরের পর বছর ধরে রাস্তা খারাপ। এবার কাজটা হোক।” – ট্রাক স্ট্যান্ড এলাকার এক ব্যবসায়ী
বিষয় | বিবরণ |
---|---|
🔹 প্রকল্পের নাম | আমাদের পাড়া, আমাদের সমাধান |
🔹 আয়োজক | ইসলামপুর পৌরসভা |
🔹 প্রথম ওয়ার্ড | ১ নম্বর ওয়ার্ড |
🔹 বরাদ্দ | প্রতি ওয়ার্ডে ₹১০ লক্ষ |
🔹 উদ্দেশ্য | সরাসরি নাগরিকদের সঙ্গে আলোচনা করে সমস্যার সমাধান |