
কোচবিহার: গোপন সূত্রে পাওয়া তথ্যের ভিত্তিতে সাহেবগঞ্জ থানার নয়ারহাট ফাঁড়ির পুলিশ এক বড়সড় সাফল্য পেল। বালাকান্দি এলাকা থেকে প্রায় ১০ হাজার ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। ধৃতের নাম জাফর উদ্দিন মিয়া।
পুলিশ সুপারের বক্তব্য:
জেলা পুলিশ সুপার দূতিমান ভট্টাচার্য জানান—
“আমাদের কাছে গোপন সূত্রে খবর ছিল, জাফর উদ্দিন মিয়া তার বাড়িতে অবৈধ মাদক চক্র চালাচ্ছে। সেই তথ্যের ভিত্তিতেই অভিযান চালানো হয় এবং তাকে হাতে-নাতে ধরা হয়।”
পুলিশ জানিয়েছে, উদ্ধার হওয়া ইয়াবা ট্যাবলেটগুলির বাজারমূল্য আনুমানিক ৪ লক্ষ টাকা।
ধৃত ব্যক্তিকে জেরা করে মাদক সরবরাহকারী আরও একজনকে গ্রেফতার করেছে পুলিশ। তবে তার নাম প্রকাশ করা হয়নি
তথ্য | বিবরণ |
---|---|
উদ্ধার | ইয়াবা ট্যাবলেট – ১০,০০০টি |
বাজার মূল্য | প্রায় ₹৪ লক্ষ |
গ্রেফতার | ২ জন |
এলাকা | বালাকান্দি, সাহেবগঞ্জ |
অভিযান | নয়ারহাট ফাঁড়ি, কোচবিহার পুলিশ |