
তারখোলা, কালিম্পং: লাগাতার বৃষ্টির জেরে কালিম্পং জেলার তারখোলা এলাকায় তিস্তার ধারে বড়সড় ধস নামল। এই ধসের ফলে জাতীয় সড়ক ১০ (NH-10)-এর একটি বিস্তীর্ণ অংশ ভেঙে পড়ে ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। ফলে রাস্তায় যান চলাচল কার্যত বিপর্যস্ত।
পরিস্থিতি:
- ধসে রাস্তার একাধিক অংশ ধসে পড়েছে
- যানবাহনের লম্বা লাইন ও বিশৃঙ্খল পরিস্থিতি
- যাত্রী ও গাড়িচালকদের মধ্যে আতঙ্ক