
শিলিগুড়ি: শিলিগুড়ি মহকুমা পরিষদের সভাধিপতির বিরুদ্ধে নিয়ম ভেঙে সময়ের আগেই গুরুত্বপূর্ণ বৈঠক সেরে ফেলার অভিযোগ তুললেন মহকুমা পরিষদের বিরোধী দলনেতা অজয় ওঁরাও।
এই অভিযোগ তুলে শুক্রবার শিলিগুড়ি জার্নালিস্ট ক্লাবে সাংবাদিক সম্মেলন করেন তিনি। তাঁর সঙ্গে ছিলেন বিজেপি নেতা নান্টু মন্ডল, মনীষা সরকার, শৈলেন রায় এবং দার্জিলিং জেলা বিজেপির সাধারণ সম্পাদক নান্টু পাল।
অভিযোগের সারমর্ম:
- চলতি অর্থবছরের হিসাব সংক্রান্ত বৈঠকের সময় নির্ধারিত ছিল বিকেল ৪টা।
- অভিযোগ, বিরোধী পক্ষ না পৌঁছতেই সময়ের আগে আলোচনা সেরে ফেলা হয়।
- বিরোধী দলনেতার অভিযোগ, এটি স্বচ্ছতা ও গণতান্ত্রিক রীতিনীতির পরিপন্থী।
- ভবিষ্যতে মহকুমা পরিষদের বিভিন্ন ত্রুটি ও অনিয়মের বিরুদ্ধে আন্দোলনে নামবেন বলে জানান তিনি।