
কোচবিহার | আগামী ৫ আগস্ট কোচবিহার সফরে আসছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। ওইদিন কোচবিহার জেলায় ১৯টি জায়গায় জমায়েত ও বিক্ষোভ করবে শাসক দল তৃণমূল কংগ্রেস।
সোমবার তৃণমূল জেলা কার্যালয়ে সাংবাদিক বৈঠকে এই কর্মসূচির ঘোষণা করেন জেলা সভাপতি অভিজিৎ দে ভৌমিক।
তৃণমূলের অভিযোগ:
জেলা সভাপতির দাবি,
“আসাম সরকার কোচবিহারের সাধারণ মানুষকে যেভাবে একের পর এক এনআরসি নোটিশ পাঠাচ্ছে, তা আতঙ্ক তৈরি করছে। এর প্রতিবাদেই আমরা জেলার ১৯টি জায়গায় বিক্ষোভ করব।”
বিজেপির প্রতিক্রিয়া:
এই বিষয়ে পাল্টা প্রতিক্রিয়ায় বিজেপির সাধারণ সম্পাদক বিরাজ বোস বলেন,
“শুভেন্দু অধিকারী প্রায় ৬০ জন বিধায়ক নিয়ে কোচবিহারে আসছেন। যদি তৃণমূলের পক্ষ থেকে কোনো বিশৃঙ্খলা ঘটে, তার পূর্ণ দায় থাকবে তৃণমূল ও পুলিশের।“
রাজনৈতিক বিশ্লেষণ:
- এনআরসি নোটিশ ঘিরে কোচবিহারে একাধিক জনমানসে উদ্বেগ তৈরি হয়েছে।
- ২০২৬ বিধানসভা নির্বাচনের আগে এনআরসি এবং নিরাপত্তা-রাজনীতি ঘিরে উত্তাপ ছড়াচ্ছে জেলায়।
- দুই প্রধান দলের পাল্টাপাল্টি অবস্থানে রাজনৈতিক মেরুকরণ আরও স্পষ্ট।