
ইসলামপুরে জোর করে বাড়ি দখলের চেষ্টা, ভাঙচুর বাধা দেওয়ায় অন্তঃসত্ত্বাকে মার, প্রতিবাদে রাস্তায় টায়ার জ্বালিয়ে বিক্ষোভ পরিবারের। শনিবার রাতে ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর শহরের পুরাতন বাস স্ট্যান্ড সংলগ্ন এলাকায়।
পারিবারিক বিবাদকে কেন্দ্র করে এই ঘটনা বলে জানা গিয়েছে
জানা গিয়েছে রামকরণ রামের বাবার দুটো বিয়ে। রামকরণ রামের বাবা কয়েক বছর আগে মারা গেছে। দ্বিতীয় স্ত্রীর বাড়ি বিহারে পুঠিয়া থানা এলাক। এই বাড়িতে তেমন আনাগোনা ছিল না ওই বৃদ্ধার। অভিযোগ ইসলামপুর শহরে বেবি নামে এক মহিলা ও তার দলবল নিয়ে ওই বৃদ্ধ মহিলাকে জোর করে বাড়িতে ঢুকানোর চেষ্টা করে। বাধা দেওয়ায় বাড়িতে ভাঙচুর এমনকি অন্তঃসত্ত্বা এক মহিলাকে মারধর করে বলে অভিযোগ। তারেই প্রতিবাদে রাস্তায় টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখাতে শুরু করে পরিবারের সদস্যরা। অবরোধে জেরে যানবাহন চলাচল দেখা ব্যাহত হয়ে পড়ে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় ইসলামপুর থানার পুলিশ। দীর্ঘক্ষণ অবরোধের পর পুলিশে আসতেছে অবরোধ তুলেনেন বিক্ষোভকারীরা।