
বর্ষার শুরুতেই কোচবিহারের বিস্তীর্ণ এলাকার মানুষকে ফাঁসির ঘাটের সমস্যার সম্মুখীন হতে হয়। টানা একদিনে বৃষ্টির জেরে তোরসা নদীর জল ফুলেঁ ফেপে উঠেছে।
বর্ষা আসলেই জানো ভোগান্তির শিকার হতে হয় ফাঁসির ঘাটের সাধারণ বাসিন্দাদের। গতকাল থেকে শুরু হয়েছে টানা বৃষ্টি আর এই বৃষ্টির দেরে এই তোর্সার জলস্তর বেড়েছে। এই জলস্থার বাড়ার ফলে সেখানকার সাধারণ মানুষদের সমস্যার সম্মুখীন হতে হয়।
সাধারণ মানুষ অভিযোগ করেন প্রত্যেক বছর প্রশাসনকে জানানো সত্বেও কোন সুরাহা হয় না। বর্ষা আসে, চলে যায় কিন্তু তাদের যাতায়াতে কোন সুব্যবস্থা হয় না। তারা আরো জানিয়েছেন বাচ্চাদের স্কুল যেতে অসুবিধার সম্মুখীন হয়। এবং জল বাড়ার ফলে তারা ঠিকমতো বাজার ঘাটো করতে পারছেন না।
বর্ষা আসে, বর্ষা যায় কিন্তু ফাঁসির ঘাটের সাধারণ বাসিন্দাদের যাতায়াতে কোন সুব্যবস্থা হয় না