
শিলিগুড়ি, ৩ আগস্ট: টানা পাহাড়ি বৃষ্টিতে বিপর্যস্ত হল সিকিম ও উত্তরবঙ্গের সংযোগকারী লাইফলাইন ১০ নম্বর জাতীয় সড়ক। রবিবার সকালে স্বেতিঝরার কাছে এই সড়কের একটি বড় অংশ ভেঙে পড়ে তিস্তা নদীর গর্ভে। এর ফলে জাতীয় সড়কের যোগাযোগ ব্যবস্থায় বড়সড় বিঘ্ন ঘটেছে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শনিবার থেকেই ওই অঞ্চলে রাস্তার একাংশে ফাটল দেখা দিতে শুরু করে। প্রশাসনের তরফে সতর্কতা জারি করা হলেও রাতভর টানা বৃষ্টির ফলে রবিবার সকালে হঠাৎ করেই সড়কের একাংশ নদীতে ধসে পড়ে। পরিস্থিতি এতটাই ভয়াবহ যে, প্রশাসন দ্রুত পদক্ষেপ নিয়ে ওই অংশে সমস্ত রকম ভারী যান চলাচলের উপর নিষেধাজ্ঞা জারি করে।
বর্তমানে হাইওয়ের সেই অংশ সম্পূর্ণ বন্ধ রাখা হয়েছে এবং বিকল্প পথে হালকা যান চলাচলের চেষ্টা করা হচ্ছে। জাতীয় সড়ক কর্তৃপক্ষ ও বিপর্যয় মোকাবিলা বাহিনী ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি পর্যালোচনা করছে।
স্থানীয়দের আশঙ্কা, আরও বৃষ্টি হলে ধসের পরিমাণ বাড়তে পারে এবং যোগাযোগ ব্যবস্থার উপর তার আরও প্রভাব পড়বে। প্রশাসনের তরফে বাসিন্দাদের সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে।